০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টারা আখের গুছিয়েছেন, শিক্ষকের বেলায় কোনো সহায়তা নেই: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজে ব্যস্ত, কিন্তু শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার কোনো ব্যবস্থা নেই।

সামান্তা শারমিন বলেন, “এতো আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই ইন্টেরিম গভর্নমেন্টকে বসিয়েছি, অথচ তারা দেশের মানুষের, বিশেষ করে শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। শুধু কিছু গাড়ি কেনার জন্য ৩০০ কোটি টাকা খরচ করা হলেও শিক্ষকের বেতন বাড়ানো গেলে সরকারের কাছে ‘টাকা নেই’ শোনা যায়।”

তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর আশা করা হয়েছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে। কিন্তু শিক্ষাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংসের পথে, এবং শিক্ষকদের অবমূল্যায়ন, প্রশিক্ষণ ও বেতন-ভাতার অবহেলা এই ধ্বংস প্রক্রিয়ার প্রধান অংশ। “শিক্ষকদের মাত্র ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া গেলে, এটাও সরকারের কাছে চাওয়া লাগে, এটি স্পষ্ট করে যে শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে তাদের আন্তরিকতা কতটুকু,” মন্তব্য করেন তিনি।

শিক্ষা উপদেষ্টার সমালোচনা করে সামান্তা শারমিন বলেন, “বর্তমান শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পালনে কোনো মনোযোগ নেই। শিক্ষকরা যেসব অভিযোগ তুলছেন, তারা কোনো সময় পাচ্ছেন না। উপদেষ্টারা নিজেদের অনেক বড় মনে করেন, অথচ প্রান্তিক শিক্ষকদের মূল্যায়ন করতে রাজি নন।”

এনসিপি নেত্রী শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জাতীয়করণ দূরে থাক, ২০ শতাংশ বাড়িভাড়া আর ৫০০ টাকা চিকিৎসাভাতা বাড়ানো যাচ্ছে না। এই দাবি পূরণ করতে সরকার বাধ্য। শিক্ষকদের অবশ্যই তাদের দাবিতে অবিচল থাকতে হবে।”

কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ।

এর আগে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ের আহ্বানে সচিবালয়ে বৈঠক করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

উপদেষ্টারা আখের গুছিয়েছেন, শিক্ষকের বেলায় কোনো সহায়তা নেই: সামান্তা শারমিন

আপডেট সময় : ০৯:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজে ব্যস্ত, কিন্তু শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার কোনো ব্যবস্থা নেই।

সামান্তা শারমিন বলেন, “এতো আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই ইন্টেরিম গভর্নমেন্টকে বসিয়েছি, অথচ তারা দেশের মানুষের, বিশেষ করে শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। শুধু কিছু গাড়ি কেনার জন্য ৩০০ কোটি টাকা খরচ করা হলেও শিক্ষকের বেতন বাড়ানো গেলে সরকারের কাছে ‘টাকা নেই’ শোনা যায়।”

তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর আশা করা হয়েছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে। কিন্তু শিক্ষাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংসের পথে, এবং শিক্ষকদের অবমূল্যায়ন, প্রশিক্ষণ ও বেতন-ভাতার অবহেলা এই ধ্বংস প্রক্রিয়ার প্রধান অংশ। “শিক্ষকদের মাত্র ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া গেলে, এটাও সরকারের কাছে চাওয়া লাগে, এটি স্পষ্ট করে যে শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে তাদের আন্তরিকতা কতটুকু,” মন্তব্য করেন তিনি।

শিক্ষা উপদেষ্টার সমালোচনা করে সামান্তা শারমিন বলেন, “বর্তমান শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পালনে কোনো মনোযোগ নেই। শিক্ষকরা যেসব অভিযোগ তুলছেন, তারা কোনো সময় পাচ্ছেন না। উপদেষ্টারা নিজেদের অনেক বড় মনে করেন, অথচ প্রান্তিক শিক্ষকদের মূল্যায়ন করতে রাজি নন।”

এনসিপি নেত্রী শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জাতীয়করণ দূরে থাক, ২০ শতাংশ বাড়িভাড়া আর ৫০০ টাকা চিকিৎসাভাতা বাড়ানো যাচ্ছে না। এই দাবি পূরণ করতে সরকার বাধ্য। শিক্ষকদের অবশ্যই তাদের দাবিতে অবিচল থাকতে হবে।”

কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ।

এর আগে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ের আহ্বানে সচিবালয়ে বৈঠক করেন।

এমআর/সবা