০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ: পটিয়ায় মামলা, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক ৭ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। ঘটনার দুই দিন পর গত শনিবার (১৩ অক্টোবর, ২০২৫) পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত হয়। মামলার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুটির নাম আনিছা জান্নাত রাইসা (০৭)। সে পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাখেরা এলাকার বাসিন্দা মোঃ জামালের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর, ২০২৫ তারিখ শনিবার দুপুর অনুমান ২টা ৩০ মিনিটের দিকে রাইসা তার বান্ধবীর সঙ্গে খেলার সময় প্রতিবেশী দিদার আহাম্মদ প্রকাশ দিলদার (৫২)-এর দোকানের সামনে ছিল। অভিযুক্ত দিলদার ওই শিশুকে খেলার জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়ে যায়।

ভিকটিমের বাবা মোঃ জামাল অভিযোগ করেন, দোকানের ভেতরে নিয়ে দিদার আহাম্মদ প্রকাশ দিলদার তাঁর মেয়ের পরিহিত জামা ও হাফ প্যান্টের ওপর দিয়ে স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে।
পরে শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে কান্নাবিজড়িত কণ্ঠে ঘটনাটি জানালে তারা বিষয়টি নিশ্চিত হন এবং থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ জামাল বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আসামি দিদার আহাম্মদ প্রকাশ দিলদার-কে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে হামলা: ৫৪ জনকে আসামি, ৪৫ গ্রেপ্তার

৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ: পটিয়ায় মামলা, আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক ৭ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। ঘটনার দুই দিন পর গত শনিবার (১৩ অক্টোবর, ২০২৫) পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত হয়। মামলার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুটির নাম আনিছা জান্নাত রাইসা (০৭)। সে পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাখেরা এলাকার বাসিন্দা মোঃ জামালের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর, ২০২৫ তারিখ শনিবার দুপুর অনুমান ২টা ৩০ মিনিটের দিকে রাইসা তার বান্ধবীর সঙ্গে খেলার সময় প্রতিবেশী দিদার আহাম্মদ প্রকাশ দিলদার (৫২)-এর দোকানের সামনে ছিল। অভিযুক্ত দিলদার ওই শিশুকে খেলার জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়ে যায়।

ভিকটিমের বাবা মোঃ জামাল অভিযোগ করেন, দোকানের ভেতরে নিয়ে দিদার আহাম্মদ প্রকাশ দিলদার তাঁর মেয়ের পরিহিত জামা ও হাফ প্যান্টের ওপর দিয়ে স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে।
পরে শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে কান্নাবিজড়িত কণ্ঠে ঘটনাটি জানালে তারা বিষয়টি নিশ্চিত হন এবং থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ জামাল বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আসামি দিদার আহাম্মদ প্রকাশ দিলদার-কে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমআর/সবা