নোয়াখালীর স্বনামে বিভাগ প্রতিষ্ঠার দাবিতে এবং কুমিল্লা কর্তৃক পরিকল্পিত হামলার প্রতিবাদে চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর স্থানীয় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেন মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম কাউছার, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, মানবাধিকার কর্মী তারফিনা শাহানাজ রজব, খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিংকু, খিলপাড়া যুব সংঘ এর সদস্য শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন সেক্রেটারি মুফতি জসিম উদ্দিন, এবং আব্দুল ওহাব ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম সানি চৌধুরী। খিলপাড়া বাজার ব্যবসায়ী কামরুল হাসান সিজু।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন খিলপাড়া ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন বাবু, এবং সভাপতিত্ব করেন সুজন নার্সারী খিলপাড়া এর পরিচালক মোঃ আব্দুল আউয়াল সুজন।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।
বক্তারা বলেন, নোয়াখালী বিভাগ আমাদের ন্যায্য দাবি। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নামে ঐতিহ্যবাহী নোয়াখালীর নাম মুছে ফেলার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তারা অবিলম্বে নোয়াখালী স্বনামধন্য বিভাগ ঘোষণার দাবি জানান এবং সকলকে আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এমআর/সবা
























