‘হাত ধোয়ার নায়ক হন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। সভার সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকাশ দেব বর্মণ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমরান খান বলেন, “বর্তমান সময়ে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার গুরুত্ব অনস্বীকার্য। হাত ধোয়া কেবল একটি সাধারণ অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রামক রোগ থেকে আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে নিরাপদ রাখতে পারি। আজকের প্রতিপাদ্যের আলোকে আমাদের সকলেরই উচিত নিজে সচেতন হওয়া এবং অন্যদেরও হাত ধোয়ার অভ্যাসে উদ্বুদ্ধ করা— তাহলেই আমরা সত্যিকার অর্থে ‘হাত ধোয়ার নায়ক’ হতে পারবো।”
তিনি আরও বলেন, “শিশুদের মধ্যে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা একটি সুস্থ, সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, বিএনপি সভাপতি মাস্টার খলিলুর রহমান, জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া, সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি অজগর আলী খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবসটি প্রাণবন্তভাবে উদযাপিত হয়।
এমআর/সবা






















