কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প সংলগ্ন মহাসড়কে চকরিয়া থানা পুলিশ মঙ্গলবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন শাহেনা আক্তার (৪৫) এবং তার স্বামী জহির আলম (৫৪), যারা খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচায় বসবাস করেন।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, এসআই আবুল খায়ের ও সৌরভ শাকিবের নেতৃত্বে পুলিশের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে টমটম গাড়ি চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাদকবাহী গাড়িটি আটক করে। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারি চালিত টমটম গাড়ি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন, চকরিয়ায় মাদকদ্রব্য পাচার রোধে পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে।
























