বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলা জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ ও প্রার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্বাচন আয়োজন, উভয় কক্ষে সংখ্যা আনুপাতিক (পি-আর) পদ্ধতির বাস্তবায়ন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এবং স্বৈরাচারী কার্যক্রমের বিচার ও নিষেধাজ্ঞার দাবি জানান।
জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মাসুদ বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
এমআর/সবা
























