২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৫৭ দশমিক ৫ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। রংপুর বিভাগের ৪৩টি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি—পূর্ববর্তী বছরের তুলনায় এই সংখ্যা বেড়েছে ২৩টি।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম বৃহস্পতিবার সকালে ফলাফল প্রকাশের সময় এই তথ্য নিশ্চিত করেন। চলতি বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫ হাজার ৯২১ জন, এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন এবং অকৃতকার্য হয়েছে ৪৫ হাজার ৩৯ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মেয়েরা এবারও ছেলেদের চেয়ে এগিয়ে। মোট ৫৫ হাজার ৮০ জন মেয়ের মধ্যে পাস করেছে ৩৪ হাজার ২৮৭ জন, আর ৫০ হাজার ৫৪১ জন ছেলের মধ্যে পাস করেছে ২৬ হাজার ৫১৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন, যার মধ্যে ছেলেদের সংখ্যা ২ হাজার ৭৭৪ এবং মেয়েদের ৩ হাজার ৪৮৬।
তুলনামূলকভাবে দেখা যায়, ২০২১ সালে পাসের হার ছিল ৯২ শতাংশের ওপরে, এরপর থেকে প্রতি বছরই তা কমেছে। এবার শিক্ষার্থীদের প্রায় অর্ধেক অকৃতকার্য হওয়ায় রংপুর বিভাগের বিভিন্ন কলেজে নেমে এসেছে হতাশা, হারিয়েছে ফলাফলের আনন্দ-উচ্ছ্বাস।
এমআর/সবা










