মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার ৩শ ফিট অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বঙ্গোপসাগরের বামনসুন্দর ও ষোলগেইট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ডের মিরসরাই উপজেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি জানান, চরঘেরা ৫০,৩০০ মিটার জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৭৫ লাখ ১০ হাজার ৫শ টাকা। পরে সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযান চলমান থাকবে যাতে মা ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং সাগরে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা রোধ করা সম্ভব হয়।
এমআর/সবা





















