০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কেউ পাস করেনি

নওগাঁর বদলগাছীর বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চারজন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে কলেজের পাসের হার শূন্য শতাংশে দাঁড়িয়েছে।

পরীক্ষা শেষ হয়েছিল ১৯ আগস্ট, আর ফল প্রকাশ করা হয়েছে ১৬ অক্টোবর সকাল ১০টায়। এই বছর কলেজ থেকে মোট চারজন শিক্ষার্থী পরীক্ষা দেন। ফলাফল প্রকাশের পর শিক্ষক ও অভিভাবকরা হতাশা প্রকাশ করেছেন।

একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, “ছেলেরা পড়াশোনায় চেষ্টা করেছে, কিন্তু সারা বছর যথাযথ ক্লাস না হওয়ায় এই ফল।” অন্যদিকে কলেজের একজন শিক্ষক অভিযোগ করেন, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং পাঠদানের ঘাটতির কারণে এই ফলাফল হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডেজিআরা পারভিন বলেন, “আমাদের চারজন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এনটিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বাসা দূরে হওয়ায় তারা নিয়মিত কলেজে আসেন না। শিক্ষার্থীরাও আগ্রহ হারিয়েছে।”

শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, বদলগাছীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। তারা মনে করছেন, নিয়মিত মনিটরিং ও শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের ফলাফল উন্নত করা যায়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

নওগাঁর বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কেউ পাস করেনি

আপডেট সময় : ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

নওগাঁর বদলগাছীর বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চারজন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে কলেজের পাসের হার শূন্য শতাংশে দাঁড়িয়েছে।

পরীক্ষা শেষ হয়েছিল ১৯ আগস্ট, আর ফল প্রকাশ করা হয়েছে ১৬ অক্টোবর সকাল ১০টায়। এই বছর কলেজ থেকে মোট চারজন শিক্ষার্থী পরীক্ষা দেন। ফলাফল প্রকাশের পর শিক্ষক ও অভিভাবকরা হতাশা প্রকাশ করেছেন।

একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, “ছেলেরা পড়াশোনায় চেষ্টা করেছে, কিন্তু সারা বছর যথাযথ ক্লাস না হওয়ায় এই ফল।” অন্যদিকে কলেজের একজন শিক্ষক অভিযোগ করেন, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং পাঠদানের ঘাটতির কারণে এই ফলাফল হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডেজিআরা পারভিন বলেন, “আমাদের চারজন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এনটিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বাসা দূরে হওয়ায় তারা নিয়মিত কলেজে আসেন না। শিক্ষার্থীরাও আগ্রহ হারিয়েছে।”

শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, বদলগাছীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। তারা মনে করছেন, নিয়মিত মনিটরিং ও শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের ফলাফল উন্নত করা যায়।

এমআর/সবা