খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেছে। শুক্রবার বিকেলে কবাখালী ইউনিয়নের নবগ্রাম আলী নগর এলাকায় অনুষ্ঠিত এই প্রচারণায় ছাত্রদলের নেতৃবৃন্দ ও সদস্যরা সরাসরি স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানা, সাবেক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সোহেল ও প্রচার সম্পাদক ফরহাদ। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
নেতাকর্মীরা স্থানীয় জনগণকে ধানের শীষ প্রতীক এবং বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের ৩১ দফা ইশতেহারের মাধ্যমে দেশের উন্নয়ন, শিক্ষার প্রসার, শান্তি ও প্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, “আমরা জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবো। জনগণের সমর্থনই আমাদের শক্তি।”
এসময় ছাত্রদলের নেতারা দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং নির্বাচন শেষে কিভাবে বিএনপি ক্ষমতায় এসে এসব সমস্যার সমাধান করবে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। প্রচারণার মাধ্যমে ছাত্রদল দীঘিনালার জনগণের মধ্যে দলের কার্যক্রম ও প্রার্থীর পরিচিতি বাড়ানোর চেষ্টা করছে।
এমআর/সবা
























