০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পরিচ্ছন্ন ও নিরাপদ পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে কক্সবাজারে মানববন্ধন

কক্সবাজারে পর্যটন নগরীকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও পর্যটকের জন্য আরও সুশৃঙ্খল করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে “আমরা কক্সবাজারবাসি” নামে সামাজিক সংগঠনটির আয়োজন করা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শহর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় নাগরিকরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি মমতাজ সফিনা আজিম। সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাপা কক্সবাজারের সভাপতি এইচ এম এরশাদ, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ৬ লেইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কমরেড গিয়াস উদ্দিন, “আমরা কক্সবাজারবাসি” সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, এবং অন্যান্য স্থানীয় সাংবাদিক ও সমাজসেবকরা।

বক্তারা বলেন, সমুদ্র বালিয়াড়িতে ইসিএ আইন লঙ্ঘন করে রাতের আঁধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এছাড়া কক্সবাজার শহরকে যানজটমুক্ত করার জন্য অবৈধ টমটম মিশুক ও যত্রতত্র স্থাপিত সিএনজি স্টেশন বন্ধ করার দাবি জানান তারা। মানববন্ধনে জোর দিয়ে বলা হয়, পর্যটন নগরী কক্সবাজারকে পর্যটকের জন্য স্বাচ্ছন্দ্যময়, পরিচ্ছন্ন ও নিরাপদ করে গড়ে তোলা সময়োপযোগী উদ্যোগ।

মানববন্ধন শেষে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়, যাতে দাবিগুলো দ্রুত বাস্তবায়িত করা যায়। বক্তারা সতর্ক করেন, দাবি পূরণ না হলে কক্সবাজারবাসি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

পরিচ্ছন্ন ও নিরাপদ পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে কক্সবাজারে মানববন্ধন

আপডেট সময় : ০৫:২২:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

কক্সবাজারে পর্যটন নগরীকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও পর্যটকের জন্য আরও সুশৃঙ্খল করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে “আমরা কক্সবাজারবাসি” নামে সামাজিক সংগঠনটির আয়োজন করা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শহর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় নাগরিকরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি মমতাজ সফিনা আজিম। সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাপা কক্সবাজারের সভাপতি এইচ এম এরশাদ, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ৬ লেইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কমরেড গিয়াস উদ্দিন, “আমরা কক্সবাজারবাসি” সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, এবং অন্যান্য স্থানীয় সাংবাদিক ও সমাজসেবকরা।

বক্তারা বলেন, সমুদ্র বালিয়াড়িতে ইসিএ আইন লঙ্ঘন করে রাতের আঁধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এছাড়া কক্সবাজার শহরকে যানজটমুক্ত করার জন্য অবৈধ টমটম মিশুক ও যত্রতত্র স্থাপিত সিএনজি স্টেশন বন্ধ করার দাবি জানান তারা। মানববন্ধনে জোর দিয়ে বলা হয়, পর্যটন নগরী কক্সবাজারকে পর্যটকের জন্য স্বাচ্ছন্দ্যময়, পরিচ্ছন্ন ও নিরাপদ করে গড়ে তোলা সময়োপযোগী উদ্যোগ।

মানববন্ধন শেষে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়, যাতে দাবিগুলো দ্রুত বাস্তবায়িত করা যায়। বক্তারা সতর্ক করেন, দাবি পূরণ না হলে কক্সবাজারবাসি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

এমআর/সবা