বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও ‘শিক্ষার্থী পরিষদ’ নামে শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ও ২০ অক্টোবর ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সেবা দেন রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা।
সেবা নিতে আসা শিক্ষার্থীদের অনেকে বলেন, “বাইরে ডাক্তার দেখালে খরচ অনেক বেশি পড়ে। এখানে ফ্রি সেবা পাচ্ছি—এটা সত্যিই প্রশংসনীয়। কে করছে সেটা মুখ্য নয়—ভালো কাজ হলে আমরা সেটি সমর্থন করি।”

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কল্যাণ চন্দ্র সিংহ বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে বিনামূল্যে ওষুধ—এ উদ্যোগ কেবল সহায়তাই নয়, সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দিচ্ছে। এ ধরনের সেবামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যেও সামাজিক দায়িত্ববোধ জাগায়।”
রাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় এ উদ্যোগ সম্পর্কে সংগঠনের সভাপতি সুমন সরকার বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন। শুধু একাডেমিক নয়, একজন শিক্ষার্থীর সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে—এটি তাদের ধারাবাহিক জনকল্যাণমূলক কাজের অংশ। এর আগেও তারা বিভিন্ন বিভাগের শীর্ষ শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে। সামনে আরও বড় পরিসরে হেলথ ক্যাম্প ও অন্যান্য সেবামূলক কার্যক্রমের পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছে।
এমআর/সবা


























