দীর্ঘ ১৫ বছর পর অবশেষে রাজস্থলী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে রাজস্থলীর সাংবাদিক সমাজে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, প্রেস ক্লাব চত্বরে বইছে উৎসবমুখর পরিবেশ।
নির্বাচন কমিশন জানায়, আগামী ২৫ অক্টোবর ২০২৫ (শনিবার) রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ইতোমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ, নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ জন।
সভাপতি পদে — মো. আজগর আলী খান ও মো. আইয়ুব চৌধুরী
সাধারণ সম্পাদক পদে — মো. হাবীবুল্লাহ মেজবাহ ও মো. সুমন খান
নির্বাচন কমিশনার মো. শাহরিয়ার বিশ্বাস বলেন, “দীর্ঘদিন পর গণতান্ত্রিক চর্চার এই পুনরুজ্জীবন আমাদের সবার জন্য আনন্দের। আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।”
প্রেস ক্লাবের সহ-সভাপতি চাইথোয়াইমং মারমা বলেন, “এটি সত্যিই ঐতিহাসিক মুহূর্ত। নতুন নেতৃত্ব রাজস্থলীর সাংবাদিকতাকে আরও গতিশীল করবে।”
সভাপতি প্রার্থী মো. আজগর আলী খান বলেন, “প্রেস ক্লাবের ঐক্য, সততা ও মর্যাদা রক্ষা করতে চাই।”
প্রতিদ্বন্দ্বী মো. আইয়ুব চৌধুরী বলেন, “সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা হবে আমাদের অঙ্গীকার।”
সাধারণ সম্পাদক প্রার্থী হাবীবুল্লাহ মেজবাহ বলেন, “নিরপেক্ষ সাংবাদিকতা এবং ক্লাবের উন্নয়নই হবে অগ্রাধিকার।”
অপর প্রার্থী মো. সুমন খান বলেন, “নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে চাই।”
দীর্ঘ এক যুগ পর এই নির্বাচনকে স্থানীয় সংবাদকর্মীরা রাজস্থলীতে মুক্ত সাংবাদিকতার নতুন সূচনা হিসেবে দেখছেন।
এমআর/সবা























