রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, হাট-বাজার উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আখতার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল ও পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা এলাকার নিরাপত্তা জোরদার ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এমআর/সবা
























