ফেনীর সদর উপজেলার লক্ষীপুর গ্রামে এক গাভীর সিজার অপারেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতের এ অভিনব অস্ত্রোপচারটি স্থানীয় পশু চিকিৎসক ডা. জিয়া উদ্দিন ইব্রাহিমের তত্ত্বাবধানে খামারেই করা হয়। ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
ডা. জিয়া উদ্দিন ইব্রাহিম জানান, “লক্ষীপুর গ্রামের খামারি দুলাল মিয়ার পালিত গাভী ৩ দিন ধরে প্রসব বেদনায় ভুগছিল। স্থানীয় পশু চিকিৎসকেরা ডেলিভারির চেষ্টা করলেও সময় দীর্ঘ হওয়ায় এবং গাভীর অবস্থার কারণে স্বাভাবিক ডেলিভারি সম্ভব হচ্ছিল না। আমি গাভীর অবস্থা দেখে মালিকের অনুমতি নিয়ে সিজার অপারেশন সম্পন্ন করি।”

খামারের মালিক দুলাল মিয়া জানান, “আমার গাভী দীর্ঘ তিন দিন প্রসব বেদনায় ভুগছিল। স্থানীয় পশু চিকিৎসকরা চেষ্টা করলেও কোনো ফল হয়নি। এরপর আমি ডা. জিয়া উদ্দিনকে খবর দেই। তার দক্ষতায় গাভী এবং বাছুর দুজনই সুস্থ আছে। এই সিজার অপারেশনের জন্য আমি মোট ১৫ হাজার টাকা খরচ করেছি। এ সফল অস্ত্রোপচার আমাদের জন্য আশার আলো এনে দিয়েছে।”
এ ঘটনায় খামারের আশপাশের মানুষ ও পশুপ্রেমীরা খুশি। তারা বলছেন, “এ ধরনের সফল সিজার অপারেশন গ্রামীণ অঞ্চলে কমই হয়। ডা. জিয়ার দক্ষতা এবং মালিকের দায়িত্ববোধ উভয়ই প্রশংসার যোগ্য।”
ডা. জিয়া উদ্দিন আরও জানান, “এ ধরনের অপারেশন সাধারণত শহরে হাসপাতালেই হয়, কিন্তু আমরা গ্রামের খামারে গাভীর সিজার করে এটিকে সফল করেছি। গরু এবং বাছুর দুজনই এখন সুস্থ ও স্বাভাবিক।”
ফেনীর খামারিরা আশা প্রকাশ করেছেন, এই ধরনের সফল অপারেশন তাদের এলাকায় পশুপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
এমআর/সবা






















