ফেনীর দাগনভূঞা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ ও বাইক র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের দায়িত্বশীলরা সমাবেশে অংশ নেন।
সকাল সেশনের সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা আমীর গাজী ছালা উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডঃ মোহাম্মদ ফখর উদ্দিন মানিক। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের উপজেলা চেয়ারম্যান মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন সাইদ। এছাড়া বক্তব্য দেন সাবেক আমীর নুর নবী দুলাল ও উপজেলা ক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী।
দুপুর ২টায় শতাধিক বাইক নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে ব্যাপক প্রচারণা চালানো হয়। এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
এমআর/সবা
























