বিএনপি আগামীতে ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করা হবে এবং শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বৃদ্ধিসহ মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের এমন সাপোর্ট দেয়া হবে যাতে তারা পাঠদানে পুরো মনোযোগ দিতে পারেন।”
শনিবার (২৫ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে ৩১ দফা বিষয়ক স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ভবিষ্যতে মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে এবং শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়ানো হবে।”
তিনি আরও বলেন, “মেধাবীদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর নেতৃত্ব। কোনো মেধাবী যেন আর ঝরে না পড়ে, সে লক্ষ্যে সরকার গঠন করলে শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী সংস্কার আনা হবে।”
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ও বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “অষ্টম শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা ও খেলাধুলা অন্তর্ভুক্ত করতে হবে, যাতে আমাদের সন্তানরা দক্ষ হয়ে বিদেশেও যেকোনো পেশায় যুক্ত হতে পারে।”
বিগত ১৫ বছরে প্রচুর অর্থ পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “পানির সংকট নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় বাস্তবায়ন করতে হবে।”
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন, “জীবনে সফলতার জন্য কোনো শর্টকাট পথ নেই। সোশ্যাল মিডিয়ার প্রলোভন এড়িয়ে তোমাদের লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মো. শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মেহেদী আমিন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, মাহমুদা হাবিব এবং কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল আলম রাকিব প্রমুখ।
ড. আবদুল মঈন খান বলেন, “তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী। তিনি স্বেচ্ছায় বলেছেন—দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। এটি তার আত্মত্যাগ এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধের প্রতিফলন।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান আল আশরাফ মামুন ও সাধারণ সম্পাদক রত্না খাতুন।
প্রসঙ্গত, তারেক রহমান ঘোষিত ৩১ দফার ওপর গত ১৬ আগস্ট ১০ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়। পুরস্কার পান ৬০ জন—প্রথম পুরস্কার ২৫ হাজার, দ্বিতীয় ১৫ হাজার, তৃতীয় ১০ হাজার এবং চতুর্থ ৫ হাজার টাকা। এছাড়া প্রথম তিনটি স্কুলকে এক লাখ করে মোট তিন লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়।
এমআর/সবা


























