জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনের অবকাঠামো উন্নয়ন, সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও ২য় প্লাটফর্ম নির্মাণের দাবিতে রেল অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (২৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কমিউটার ও আন্তঃনগর তিস্তা ট্রেনকে প্রায় ৩০ মিনিট আটকে রাখা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহবায়ক নুরুল্লাহ, নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হকসহ বেশ কয়েকজন স্থানীয় নেতা। বক্তারা বলেন, নরুন্দি এলাকায় জনঘনত্ব, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও হাট-বাজার থাকার পরও আন্তঃনগর ট্রেন না থামায় দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ চলছে।
তারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কম প্রয়োজনীয় পিয়ারপুর স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানো হলেও নরুন্দির বৈধ দাবি উপেক্ষিত। পাশাপাশি ২য় প্লাটফর্ম নির্মাণে পিয়ারপুর ও নান্দিনাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান।
দাবি মানা না হলে রেলপথ অবরোধ ও আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে নরুন্দি ইউনিয়নসহ আশেপাশের চার ইউনিয়নের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এমআর/সবা
























