জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ময়মনসিংহের ভালুকায় আনন্দ র্যালি ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও রকিবুল হাসান খান রাসেলের নেতৃত্বে ভালুকা শহরে র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা, ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
বিকেলে বিএনপি নেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গ্রুপ ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ¦ মুহাম্মদ মোর্শেদ আলম গ্রুপ নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন কার্যালয় থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আলাদা র্যালি বের করেন। এর আগে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিলটনসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পদপ্রত্যাশীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নিজ সমর্থিত গ্রুপে যোগ দেন।
র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, রুহুল আমিন মাসুদ, সালাহ উদ্দিন আহমেদ, গুলজার হোসেন, মজিবুর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, আবুল কালাম আজাদ, আহসান উল্লাহ খান রুবেল, রুহুল আমিন, আব্দুল কাইয়ূম রিপন, আবুল বাসান, আবু সাঈদ জুয়েল, তাজমুল হক মন্ডল ও মতিউর রহমান মিলটন প্রমুখ।
র্যালি শেষে উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মতিউর রহমান মিলটন বলেন, “আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভালুকা আসনে দল যাকে মনোনয়ন (ধানের শীষ প্রতীক) দেবেন, আমরা তারপক্ষে নির্বাচন করব। ভালুকার আসনটি তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দিতে পারবো বলে আশা করছি।”
এমআর/সবা





















