আসন্ন হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ সিক্স-এ-সাইড ফরম্যাটের এই জমজমাট আসরটি। গতবারের মতো এবারও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ।
২০২০ সালে আকবর আলীর নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই দলের অনেকেই এখন জাতীয় দলের নিয়মিত মুখ হলেও, আকবরের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে তার সাফল্য ঈর্ষণীয়। সম্প্রতি তার নেতৃত্বেই রংপুর বিভাগ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি শিরোপা জিতেছে। এবার তার কাঁধেই হংকংয়ে লাল-সবুজ পতাকা ওড়ানোর দায়িত্ব তুলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আকবর আলী ছাড়াও ৭ সদস্যের বাংলাদেশ দলে আছেন আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, জিশান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ রায়হান। রনি, সাইফউদ্দিন ও জিশান গত আসরে সেমিফাইনাল খেলা বাংলাদেশ দলেরও সদস্য ছিলেন।
আগামী ৭ নভেম্বর স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। একই দিনে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, কুয়েত ও নেপাল। সিক্স-এ-সাইড ক্রিকেটে প্রতি দলে ছয়জন খেলোয়াড় থাকেন এবং সাধারণত প্রতিটি ম্যাচ ৫ ওভারের হয়ে থাকে।
এমআর/সবা


























