নানা আয়োজনে দিনাজপুরে প্রথমবারের মতো আন্তর্জাতিক কেয়ারারস দিবস–২০২৫ (প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার বা পরিচর্যাকারীদের আন্তর্জাতিক দিবস) পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর আয়োজনে এবং কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইড ও ভিটল ফাউন্ডেশনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন ও নেতৃত্ব দেন। র্যালিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে কেয়ারার ও পরিচর্যাকারীরা অংশ নেন। এর আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে শিশু একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী ও অসুস্থ মানুষের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটি তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে, মর্যাদা প্রতিষ্ঠা করে এবং মানবিক দায়িত্ব পূরণে সহায়তা করে।” তিনি আরও বলেন, মানুষের সেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব এবং সমাজেও বিশেষ মর্যাদা লাভ করা যায়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিডিডি’র এসোসিয়েট শেখ মো. আব্দুল লতিফ।
সিডিডি’র সাইকো সোস্যাল কাউন্সিলর ববিতা আক্তার নদী ও মো. রোকনুজ্জামান খানের সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে কেয়ারারস সম্পর্কে প্রজেক্ট ম্যানেজার মুকুল কিসকু বিস্তারিত ধারণা উপস্থাপন করেন। এ ছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ইউনিয়ন কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও কেয়ারারস সদস্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, এবারই প্রথম দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালন করা হলো।
এমআর/সবা
























