চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ টাকা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ছুরি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চট্টগ্রাম দামপাড়া ওয়াসার কর্মচারী মোঃ আমিন হোসেন (৫৫) তার এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য পটিয়া পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের পাইকপাড়া সাকিনস্থ আহমদিয়া ছায়েরিয়া জামে মসজিদের পাশে কাঁচা রাস্তার ওপর আসেন। এ সময় মোঃ রায়হান (২০), মোঃ রাকিব (১৯) সহ আরও অজ্ঞাতনামা দুই জন আসামী তাদের মারধর করে ভয়ভীতি দেখিয়ে নগদ ৫,৫০০ টাকা এবং ভুক্তভোগী ও তার বন্ধুর বিকাশ নম্বর থেকে ১১,৪৫০ টাকা ‘সেন্ড মানি’ করে মোট ১৬,৯৫০ টাকা ছিনতাই করে নেয়।
ঘটনার পরপরই ভুক্তভোগী মোবাইল ফোনের মাধ্যমে পটিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
পুলিশের দ্রুত অভিযান ও গ্রেফতার-সংবাদ প্রাপ্তির সাথে সাথেই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম বার এর সার্বিক তত্ত্বাবধানে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব নোমান আহমদ, পিপিএম এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালায়। এসআই (নিঃ) মোঃ জুয়েল উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান খান, এএসআই (নিঃ) মোঃ নাঈম হোসেন সহ সঙ্গীয় ফোর্স ভুক্তভোগী ও তার বন্ধুকে নিয়ে পটিয়া থানার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত মোঃ রায়হান (২০), সাং-পাইকপাড়া এবং মোঃ রাকিব (১৯), সাং-আলমদার পাড়া, ছনহরা ইউনিয়নকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ ১,৫০০ টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ছুরি এবং বিকাশে টাকা নেওয়ার কাজে ব্যবহৃত একটি Redmi 10C মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মামলা দায়ের ও পরবর্তী পদক্ষেপ-ভুক্তভোগী মোঃ আমিন হোসেনের এজাহারের ভিত্তিতে পটিয়া থানায় মামলা নং-২১, তারিখ-২৯/১০/২০২৫, ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পটিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার ঘটনায় জড়িত অপর পলাতক অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এমআর/সবা
























