স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে পুরুষদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে স্তন ক্যান্সার সচেতনতা মাসের সমাপনী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, স্তন ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে রোগটি শরীরের অন্য কোনো অঙ্গে ছড়িয়েছে কি-না। দেরিতে শনাক্ত হলে বেঁচে থাকার সম্ভাবনা কম এবং চিকিৎসা জটিল ও ব্যয়বহুল। তাই পরিবার এবং নারীর প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। সকলকে সচেতন হয়ে এ বিষয়ে ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, বিশ্বে প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। প্রাথমিক অবস্থায় রোগ সনাক্ত করলে নিরাময়ের হার ৯৫ শতাংশ। বাংলাদেশের রক্ষণশীল সমাজ ব্যবস্থার কারণে অনেক নারী তাদের সমস্যা কাউকে জানান দেন না। সেজন্য পুরো সমাজকে সচেতন করতে হবে।
সিএসসিআর হাসপাতাল এবং পিজিএস একাডেমিয়া এই মাসব্যাপী সচেতনতা আয়োজন করেছে, যেখানে চসিকও সহযোগিতা করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক মাসে ৭০২ জন নারীর প্রাথমিক স্তন ক্যান্সার সনাক্তকরণের জন্য নিবন্ধন হয়েছে। এদের মধ্যে ৪৫১ জন বিনামূল্যে কনসালটেশন নিয়েছেন এবং নতুন করে ১২ জন রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে বয়স সীমা ২৫ থেকে ৭২ বছর।
এমআর/সবা





















