১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ অপরিহার্য”— কাপ্তাইয়ে মতবিনিময় সভায়

oplus_2

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন— গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক, আর এ দুটি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় গণমাধ্যম হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গুজব প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত হয় “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা।
অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এবং সহযোগিতা করে কাপ্তাই তথ্য অফিস ও কাপ্তাই উপজেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোঃ সাঈদ হাসান।
বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। গুজব ও ভ্রান্ত তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ায়— তাই সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এখন সময়ের দাবি।”

এছাড়া বক্তারা আরও বলেন— “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সুশাসনের ভিত্তি মজবুত করে। সাংবাদিকদের উচিত রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সত্য তুলে ধরা। গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতন ও তথ্যনির্ভর প্রতিবেদনই পারে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে।”

সভায় অংশগ্রহণ করেন কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—
কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সিনিয়র সহ-সভাপতি চাইথোয়াই মং মারমা, সময় টিভির কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম, বিলাইছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক অসীম চাকমা, ইনকিলাব প্রতিনিধি মোঃ আইয়ুব চৌধুরী, এবং রাজস্থলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উচ্চপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ।

সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে— গণমাধ্যমের নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় থাকলে সমাজে সু-শাসন প্রতিষ্ঠা আরও গতিশীল হবে এবং গুজব-মিথ্যাচার রোধ করা সম্ভব হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সংবর্ধনাস্থলের বর্জ্য পরিষ্কারে নামছে বিএনপি

“সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ অপরিহার্য”— কাপ্তাইয়ে মতবিনিময় সভায়

আপডেট সময় : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন— গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক, আর এ দুটি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় গণমাধ্যম হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গুজব প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত হয় “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা।
অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এবং সহযোগিতা করে কাপ্তাই তথ্য অফিস ও কাপ্তাই উপজেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোঃ সাঈদ হাসান।
বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। গুজব ও ভ্রান্ত তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ায়— তাই সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এখন সময়ের দাবি।”

এছাড়া বক্তারা আরও বলেন— “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সুশাসনের ভিত্তি মজবুত করে। সাংবাদিকদের উচিত রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সত্য তুলে ধরা। গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতন ও তথ্যনির্ভর প্রতিবেদনই পারে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে।”

সভায় অংশগ্রহণ করেন কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—
কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সিনিয়র সহ-সভাপতি চাইথোয়াই মং মারমা, সময় টিভির কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম, বিলাইছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক অসীম চাকমা, ইনকিলাব প্রতিনিধি মোঃ আইয়ুব চৌধুরী, এবং রাজস্থলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উচ্চপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ।

সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে— গণমাধ্যমের নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় থাকলে সমাজে সু-শাসন প্রতিষ্ঠা আরও গতিশীল হবে এবং গুজব-মিথ্যাচার রোধ করা সম্ভব হবে।

এমআর/সবা