নওগাঁর রাণীনগরের গলার কাঁটা হয়ে ওঠা রেলগেটের যানজট নিরসনের দাবিতে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার নির্মাণের আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার রেলগেটে “উপজেলার সর্বস্তরের মানুষ” ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমির ডা. আনজীর হোসেনসহ স্থানীয় সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাণীনগর রেলগেটটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ স্থান। রেললাইনের পাশে নওগাঁ–নাটোর আঞ্চলিক মহাসড়ক এবং নওগাঁ–রাণীনগর–আবাদপুকুর–কালীগঞ্জ সড়কের সংযোগস্থলে এই রেলগেট অবস্থিত। দুটি আঞ্চলিক সড়কের মিলনস্থল হওয়ায় যানবাহনের চাপ দিন দিন বাড়ছে, কিন্তু রেলগেটের কোনো উন্নয়ন হয়নি।
তারা অভিযোগ করেন, প্রতিদিন ট্রেন চলাচলের সময় গেট বন্ধ হলে দুই পাশে দুই কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়, ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। বছরের পর বছর সংস্কার না হওয়া এবং বিকল্প সড়ক না থাকায় এটি এখন লাখো মানুষের গলার কাঁটা।
বক্তারা আরও বলেন, স্থানীয় গণমাধ্যম বহুবার বিষয়টি তুলে ধরলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দ্রুত আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন—দ্রুত সমাধান না হলে রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন উপজেলাবাসী।
এমআর/সবা























