দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন পরিত্যক্ত নবজাতক কন্যা শিশুর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতককে এই উপহারসামগ্রী দেন নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্যরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সেলের সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শেখ সাদেক আলী বলেন, “আজ শিশুটির শারীরিক অবস্থা কিছুটা খারাপ। আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে পৃথক কক্ষে রেখেছি।”

হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান জানান, শিশুটিকে সুস্থ রাখার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন ব্যক্তি শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে শিশুটি সুস্থ হওয়ার পর আইনানুগ প্রক্রিয়ায় জেলা প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে দত্তক দেওয়া হবে।
উপহারসামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা সেল দিনাজপুর শাখার সদস্য ডা. মাসতুরা বেগম, ডা. জিয়াউল হক জিয়া, ডা. নুর জামান সরকার, ডা. তামান্না নুসরাত, অ্যাডভোকেট লিয়াকত আলী, ড্যাব দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ডা. হাফিজুল ইসলাম, অধ্যক্ষ ডা. শেখ মো. সাদেক আলী, পরিচালক ডা. ফজলুর রহমান, ডা. শফিকুল ইসলাম, ডা. জাহিদ হাসান, ডা. রুহুল আমিন, ডা. সৌমিক কুমারসহ জেলা ড্যাবের অন্যান্য সদস্যরা।
এমআর/সবা
























