সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে রায়গঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিপি আয়নুল হক নিজে। লিখিত বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। যে শিক্ষককে নিয়ে আমার বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে ওই ব্যক্তিকে কলেজ কর্তৃপক্ষ ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান দুর্নীতির অভিযোগে বহিষ্কার করেছেন। বর্তমানে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামি।”
তিনি আরও বলেন, গত ৪০ বছর ধরে রায়গঞ্জ-তাড়াশ অঞ্চলের জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার রাজনৈতিক প্রেরণার উৎস দেশনায়ক তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জনগণের দোয়া ও সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।
সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে এ ধরনের ‘অপপ্রচারের’ বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখবেন—এটাই আমার প্রত্যাশা।
এমআর/সবা























