নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) সকালে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার (৯ নভেম্বর) সকালে সিংড়া বাজারে বাজার করছিলেন ওহিদুর রহমান। এসময় পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ধরে পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সিংড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ওহিদুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
এমআর/সবা
























