চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মীরেরহাট বাজারে শুক্রবার রাতে বাজার পাহারা দিতো বেলাল (৩০) নামের যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, বেলাল কিছুটা মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের নিরাপত্তায় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোর-ডাকাত ও মাদক ব্যবসায়ীরা তার উপস্থিতিতে রাতে হানা দিতে পারত না।
রবিবার ভোরে ব্যবসায়ীরা তার রক্তাক্ত মৃতদেহ বাজারে পড়ে থাকতে দেখেন। শরীরের উপর মোটা কাঠের টুকরো পড়েছিল। প্রাথমিক ধারণা, রাতের বেলা বাজারে পাহারা দিতে দিতে ঘুমিয়ে থাকা বেলালকে দুস্কৃতিরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
মীরেরহাট বাজার কমিটির সভাপতি জানান, বেলাল নির্ভীকভাবে সারারাত বাজারের মধ্যে হাঁটত ও চিৎকার করত, যার কারণে অপকর্মীদের কর্মকাণ্ড ব্যাহত হতো। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যার আশঙ্কা রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এমআর/সবা
শিরোনাম
সীতাকুণ্ডে ঘুমন্ত যুবককে পিটিয়ে হত্যা
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৬:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- ।
- 47
জনপ্রিয় সংবাদ
























