০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করে নির্বাচন করতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আসন্ন নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ইতোমধ্যে ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি ৷ ঢাকা-১০ নির্বাচনি আসনটি ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।

সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা থেকে যে নির্বাচন করবেন, সেটাও মোটামুটি নিশ্চিত। তবে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা-১০ আসনভুক্ত ধানমণ্ডি থানার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার থেকে পদত্যাগ করার পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে তার। সেই জায়গা থেকে এই এলাকার ভোট হচ্ছেন, যাতে ভোটটা অপচয় না হয়।

কোনো দলে যোগ দেবেন কি না– সে প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। তারপর দেখা যাক।’

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করে নির্বাচন করতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৬:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

আসন্ন নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ইতোমধ্যে ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি ৷ ঢাকা-১০ নির্বাচনি আসনটি ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।

সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা থেকে যে নির্বাচন করবেন, সেটাও মোটামুটি নিশ্চিত। তবে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা-১০ আসনভুক্ত ধানমণ্ডি থানার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার থেকে পদত্যাগ করার পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে তার। সেই জায়গা থেকে এই এলাকার ভোট হচ্ছেন, যাতে ভোটটা অপচয় না হয়।

কোনো দলে যোগ দেবেন কি না– সে প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। তারপর দেখা যাক।’

এমআর/সবা