০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে নানা আয়োজনে শেখ রাসেলের  জন্মদিন পালিত

শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শরীয়তপুরে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
এ  উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শহীদ শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলাবাসির পক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ প্রথমে পুষ্পস্তবক অর্পণ শেষে, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
এ ছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে যে সকল সর্মসূচি পালন করা হবে, সকাল ১০ টায় জাতীয় পর্যায়ের শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রদর্শন, সকাল ১১ টায় আলোচনা সভা, সকাল ১২ টায় শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, দোয়া ও প্রার্থনা, সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন ও সন্ধ্যা ৭টায় শরীয়তপুর পৌর মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন ডা. আবুল হাদী মোহাম্মদ শাহ পরান, পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, পৌরমেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র,  মুক্তিযোদ্ধাগন সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগন।
এদিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ শেখ রাসেলে’র জন্মদিন উপলক্ষে জেলা শহরের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরালচত্বরে রাত ১২টা ১ মিনিটে ৬০টি মোতবাতি প্রজ্জলন, শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

শরীয়তপুরে নানা আয়োজনে শেখ রাসেলের  জন্মদিন পালিত

আপডেট সময় : ০১:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শরীয়তপুরে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
এ  উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শহীদ শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলাবাসির পক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ প্রথমে পুষ্পস্তবক অর্পণ শেষে, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
এ ছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে যে সকল সর্মসূচি পালন করা হবে, সকাল ১০ টায় জাতীয় পর্যায়ের শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রদর্শন, সকাল ১১ টায় আলোচনা সভা, সকাল ১২ টায় শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, দোয়া ও প্রার্থনা, সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন ও সন্ধ্যা ৭টায় শরীয়তপুর পৌর মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন ডা. আবুল হাদী মোহাম্মদ শাহ পরান, পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, পৌরমেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র,  মুক্তিযোদ্ধাগন সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগন।
এদিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ শেখ রাসেলে’র জন্মদিন উপলক্ষে জেলা শহরের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরালচত্বরে রাত ১২টা ১ মিনিটে ৬০টি মোতবাতি প্রজ্জলন, শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।