“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে সোমবার দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ-দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান প্রজাতন্ত্রের কর্মচারীরা, তাই তাদের প্রধান দায়িত্ব হলো জনগণের সেবা। রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে পড়ে যেন কেউ দুর্নীতির পথে না হেঁটে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাঃ নুরুল হুদা এবং জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ আতাউর রহমান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
দ্বিতীয় পর্বে গণশুনানীতে সরকারি ও বেসরকারি ১২৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩০টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে শতাধিক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় এবং অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ নিষ্পত্তি করা হয়।
এমআর/সবা
























