জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান নানার বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামে এ কর্মসূচি সম্পন্ন করেন।
এসময় এলাকাবাসী তাকে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। বিএনপির নেতাকর্মীরা স্লোগান দেন, “বেগম খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন” এবং “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”। হরেন্দা এলাকা নেতাকর্মীদের উচ্ছ্বাসপূর্ণ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
এতে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, পৌর ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতা-কর্মী, উপজেলা ও পৌর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মাসুদ রানা প্রধান বলেন, “গ্রামের সাধারণ মানুষ আমার জন্য রোজা রেখেছেন, নফল এবাদত করেছেন। আমাকে কখনো ‘এমপি সাহেব’ বলে ডাকবেন না; শুধু মাসুদ রানা বা রানা প্রধান বলে ডাকবেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে জয়পুরহাট-১ আসনে একজন কর্মী হিসেবে পাঠিয়েছেন। এখানে চাকুরি বা সুপারিশের জন্য কোনো টাকা-পয়সা লাগবে না। যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেওয়া হবে। আপনারা ধানের শীষ মার্কায় ভোট দেবেন, বিনয়ী হবেন, কোনো অহংকার করবেন না।”
উল্লেখ্য, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা এ ধরনের কর্মসূচি স্থানীয় জনমত সংগ্রহ ও ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি প্রচলিত পদ্ধতি।
এমআর/সবা























