০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁওতে বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে নারী সমাবেশ

oplus_2

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার ১০ নভেম্বর দুপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহি মূলক বাংলাদেশ গড়তে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর- ডিসেম্বর প্রান্তিকের এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুরুষ ও নারী অভিভাবক এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারি বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ বশির উদ্দিন, স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, জেলা তথ্য অফিসের ঘোষক মকবুল আহমদ, এ সি এ অপারেটর মোঃ রাশেদুল হকসহ সংশ্লিষ্টরা।
এদিকে একই স্থানে একই দিন সকালে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা এ সমাবেশে যোগ দেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তারেকুল হাসান (তারিক)। প্রধান শিক্ষকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মূহাম্মদ সিরাজুল হক, আব্দুল মজিদ খান ও দেলোয়ার হোছাইন সাঈদী। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নুরুল কবির ও সহকারী শিক্ষক আশিকুর রহমান।
সমাবেশের শিক্ষক বক্তারা আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। শিক্ষকরা এক্ষেত্রে অভিভাবক ও অভিভাবকদের তাদের সন্তান-সন্ততিদের প্রয়োজনীয় তদারকি করার অনুরোধ জানান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওতে বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে নারী সমাবেশ

আপডেট সময় : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার ১০ নভেম্বর দুপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহি মূলক বাংলাদেশ গড়তে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর- ডিসেম্বর প্রান্তিকের এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুরুষ ও নারী অভিভাবক এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারি বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ বশির উদ্দিন, স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, জেলা তথ্য অফিসের ঘোষক মকবুল আহমদ, এ সি এ অপারেটর মোঃ রাশেদুল হকসহ সংশ্লিষ্টরা।
এদিকে একই স্থানে একই দিন সকালে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা এ সমাবেশে যোগ দেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তারেকুল হাসান (তারিক)। প্রধান শিক্ষকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মূহাম্মদ সিরাজুল হক, আব্দুল মজিদ খান ও দেলোয়ার হোছাইন সাঈদী। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নুরুল কবির ও সহকারী শিক্ষক আশিকুর রহমান।
সমাবেশের শিক্ষক বক্তারা আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। শিক্ষকরা এক্ষেত্রে অভিভাবক ও অভিভাবকদের তাদের সন্তান-সন্ততিদের প্রয়োজনীয় তদারকি করার অনুরোধ জানান।

এমআর/সবা