০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, প্রার্থী ঝিনাইদহ-৪ আসনের

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান।

সংবাদ সম্মেলনে রাশেদ খানের বিএনপিতে যোগদানের খবর জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে বিএনপি থেকে তার মনোনয়নেরও ঘোষণা দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, ঝিনাইদহ-৪ আসন-যেটি ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা নিয়ে গঠিত-এই আসনে রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি অনুরোধ করব ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি দেওয়ার জন্য।

রাশেদ খান বলেন, আমি ও নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যে ভূমিকা রেখেছি, তা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম করছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ও ভালোবাসেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক।
তিনি বলেন, আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন।

আমি বিশ্বাস করি, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজ বিএনপিতে যোগদান করেছি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য সংগ্রাম ও কাজ করে যাব।
ইতোমধ্যে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কুমিল্লা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।

এছাড়াও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ আসনে এবং সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, প্রার্থী ঝিনাইদহ-৪ আসনের

আপডেট সময় : ০৪:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান।

সংবাদ সম্মেলনে রাশেদ খানের বিএনপিতে যোগদানের খবর জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে বিএনপি থেকে তার মনোনয়নেরও ঘোষণা দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, ঝিনাইদহ-৪ আসন-যেটি ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা নিয়ে গঠিত-এই আসনে রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি অনুরোধ করব ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি দেওয়ার জন্য।

রাশেদ খান বলেন, আমি ও নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যে ভূমিকা রেখেছি, তা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম করছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ও ভালোবাসেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক।
তিনি বলেন, আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন।

আমি বিশ্বাস করি, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজ বিএনপিতে যোগদান করেছি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য সংগ্রাম ও কাজ করে যাব।
ইতোমধ্যে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কুমিল্লা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।

এছাড়াও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ আসনে এবং সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।

এমআর/সবা