০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” — রাজস্থলীতে যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় যুব ও যুব নারীদের জন্য অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমাণ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও সচেতনমূলক কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ নভেম্বর) থেকে ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচি ছাগলখাইয়া পাড়া কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের মূল বিষয় ছিল বসতবাড়িতে সবজি চাষ ও নার্সারি কার্যক্রম, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সক্ষমতা অর্জন করতে পারবে। কর্মসূচির আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা।

এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক উসামং মারমা, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন উনুসিং মারমা, তাপস পাল এবং কাজল দে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণার্থী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।

বক্তব্যে সহকারী পরিচালক উসামং মারমা বলেন, “দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। কৃষি, সবজি চাষ ও নার্সারি কার্যক্রমের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা গেলে যুব সমাজ হবে স্বাবলম্বী এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা বলেন, “বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণের জন্য যুব ও যুব নারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আত্মনির্ভরশীল করে তুলবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের বসতবাড়িতে সবজি ও নার্সারি চাষের বাস্তব ধারণা পাচ্ছেন, যা ভবিষ্যতে তাদের আয়ের উৎস হিসেবে কাজে লাগবে।

উপজেলা পর্যায়ে চলমান যুব উন্নয়ন অধিদপ্তরের এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” — রাজস্থলীতে যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় যুব ও যুব নারীদের জন্য অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমাণ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও সচেতনমূলক কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ নভেম্বর) থেকে ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচি ছাগলখাইয়া পাড়া কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের মূল বিষয় ছিল বসতবাড়িতে সবজি চাষ ও নার্সারি কার্যক্রম, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সক্ষমতা অর্জন করতে পারবে। কর্মসূচির আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা।

এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক উসামং মারমা, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন উনুসিং মারমা, তাপস পাল এবং কাজল দে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণার্থী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।

বক্তব্যে সহকারী পরিচালক উসামং মারমা বলেন, “দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। কৃষি, সবজি চাষ ও নার্সারি কার্যক্রমের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা গেলে যুব সমাজ হবে স্বাবলম্বী এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা বলেন, “বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণের জন্য যুব ও যুব নারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আত্মনির্ভরশীল করে তুলবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের বসতবাড়িতে সবজি ও নার্সারি চাষের বাস্তব ধারণা পাচ্ছেন, যা ভবিষ্যতে তাদের আয়ের উৎস হিসেবে কাজে লাগবে।

উপজেলা পর্যায়ে চলমান যুব উন্নয়ন অধিদপ্তরের এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এমআর/সবা