০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে মাদক পাচার ঠেকাতে বিজিবির অভিযান

ইস্কাফ সিরাপ ও গাঁজা উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির দুইটি পৃথক দলের টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে শিমুলবাড়ী বিওপি এলাকার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী মাঠ এলাকায় টহলদল সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল থেকে ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে একই রাতে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী এলাকায় অভিযান চালালে চোরাকারবারীরা পালিয়ে যায় এবং তাদের ফেলে যাওয়া মালামাল থেকে ১০.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইস্কাফ সিরাপের সিজার মূল্য ৫৮,৪০০ টাকা, গাঁজার সিজার মূল্য ৩৬,৭৫০ টাকা। মোট সিজার মূল্য দাঁড়ায় ৯৫,১৫০ টাকা। চোরাকারবারীদের শনাক্তে তদন্ত চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি জানান, মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্তে মাদক পাচার রোধে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

লালমনিরহাটে মাদক পাচার ঠেকাতে বিজিবির অভিযান

আপডেট সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

লালমনিরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির দুইটি পৃথক দলের টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে শিমুলবাড়ী বিওপি এলাকার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী মাঠ এলাকায় টহলদল সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল থেকে ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে একই রাতে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী এলাকায় অভিযান চালালে চোরাকারবারীরা পালিয়ে যায় এবং তাদের ফেলে যাওয়া মালামাল থেকে ১০.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইস্কাফ সিরাপের সিজার মূল্য ৫৮,৪০০ টাকা, গাঁজার সিজার মূল্য ৩৬,৭৫০ টাকা। মোট সিজার মূল্য দাঁড়ায় ৯৫,১৫০ টাকা। চোরাকারবারীদের শনাক্তে তদন্ত চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি জানান, মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্তে মাদক পাচার রোধে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

এমআর/সবা