০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সুবর্ণচর প্রেসক্লাব নির্বাচন

সভাপতি কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু

নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের ২০২৫ সালের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ ও নির্বাচনী কার্যক্রম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ২৪ ভোটারের মধ্যে সব ভোট বৈধ হিসেবে গণ্য করা হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী ও সাংবাদিক আরিফুল ইসলাম সবুজ। ফলাফলে কামাল উদ্দিন চৌধুরী ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আরিফুল ইসলাম সবুজ ৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী সাংবাদিক আব্দুল বারী বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনের পাশাপাশি নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের নামও ঘোষণা করা হয়। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান একেএম ইব্রাহিম খলিল উল্যাহ। সহ-সভাপতি পদে হানিফ মাহমুদ, ছানা উল্যাহ ও আরিফুল ইসলাম সবুজ নির্বাচিত হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, ধর্ম, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, প্রচার ও সমাজকল্যাণসহ সকল কার্যকরী সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় প্রেসক্লাবের সকল সদস্য, ভোটার, প্রার্থী ও উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচনকে ভবিষ্যতে আদর্শ হিসেবে গণ্য করা হবে।

নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা ও কল্যাণে আমরা এক বছর নিষ্ঠা, আন্তরিকতা ও ঐক্য নিয়ে কাজ করব। প্রেসক্লাবের মর্যাদা ও উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”

নির্বাচনের পর মিলনায়তন উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ থাকে এবং উপস্থিত সাংবাদিক, প্রার্থী ও ভোটাররা আনন্দময়ভাবে অনুষ্ঠান সমাপ্ত করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

সুবর্ণচর প্রেসক্লাব নির্বাচন

সভাপতি কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু

আপডেট সময় : ০৭:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের ২০২৫ সালের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ ও নির্বাচনী কার্যক্রম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ২৪ ভোটারের মধ্যে সব ভোট বৈধ হিসেবে গণ্য করা হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী ও সাংবাদিক আরিফুল ইসলাম সবুজ। ফলাফলে কামাল উদ্দিন চৌধুরী ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আরিফুল ইসলাম সবুজ ৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী সাংবাদিক আব্দুল বারী বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনের পাশাপাশি নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের নামও ঘোষণা করা হয়। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান একেএম ইব্রাহিম খলিল উল্যাহ। সহ-সভাপতি পদে হানিফ মাহমুদ, ছানা উল্যাহ ও আরিফুল ইসলাম সবুজ নির্বাচিত হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, ধর্ম, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, প্রচার ও সমাজকল্যাণসহ সকল কার্যকরী সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় প্রেসক্লাবের সকল সদস্য, ভোটার, প্রার্থী ও উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচনকে ভবিষ্যতে আদর্শ হিসেবে গণ্য করা হবে।

নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা ও কল্যাণে আমরা এক বছর নিষ্ঠা, আন্তরিকতা ও ঐক্য নিয়ে কাজ করব। প্রেসক্লাবের মর্যাদা ও উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”

নির্বাচনের পর মিলনায়তন উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ থাকে এবং উপস্থিত সাংবাদিক, প্রার্থী ও ভোটাররা আনন্দময়ভাবে অনুষ্ঠান সমাপ্ত করেন।

এমআর/সবা