১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় বিশ্বমানের দুইটি টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করা হবে: ফজলে হুদা বাবুল

নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় দুইটি বিশ্বমানের টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দিয়েছেন মহাদেবপুর-বদলগাছী আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল। ১৫ নভেম্বর (শনিবার) বিকেলে মহাদেবপুর উপজেলা ডাকবাংলো অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হুদা বাবুল। তিনি বলেন, “বর্তমানে আমাদের অঞ্চলের শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক বিসিএস পরীক্ষার ফলাফলের উদাহরণ দিই, এখানে থেকে মাত্র তিনজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। শিক্ষার মান উন্নয়নে ও যোগ্য শিক্ষার্থী তৈরিতে এই নতুন টেকনিক্যাল ইনস্টিটিউটে দেশের উচ্চ মেধাসম্পন্ন শিক্ষকরা নামমাত্র বেতনে শিক্ষাদান করবেন।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করা হবে যাতে তারা শিক্ষাজীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কর্মসংস্থানের সুযোগ পায়। শুধু শিক্ষার মান বৃদ্ধি নয়, এই উদ্যোগ এলাকার বেকারত্ব কমাতে ও দক্ষ শ্রমিক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ফজলে হুদা বাবুল অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে কম যোগ্যতা সম্পন্ন ও কম মেধাসম্পন্ন শিক্ষকের নিয়োগের কারণে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকার জন্য প্রস্তুত করবে এবং তাদের চাকরি বা উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।”

শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতির উন্নয়নেও পরিকল্পনা রয়েছে। প্রার্থী উল্লেখ করেন, “বদলগাছীতে একটি আমের জুস ফ্যাক্টরি নির্মাণসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে আলোচনা চলছে। এর ফলে এলাকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

ফজলে হুদা বাবুল আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ নওগাঁ-৩ আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে মহাদেবপুর ও বদলগাছী থানায় মাদক, দূর্ণীতি ও অব্যবস্থাপনা নির্মূলের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সভায় উপজেলা কৃষক দলের সভাপতি মামুনুর রশীদ মামুন সভার সঞ্চালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার চারটি প্রেসক্লাবের সাংবাদিকগণ। এর আগে ফজলে হুদা বাবুল মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের সমস্যাসমূহ শোনেন।

নওগাঁর শিক্ষাব্যবস্থা ও স্থানীয় অর্থনীতি উন্নয়নের এই ঘোষণাকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। তারা আশাবাদী, নতুন টেকনিক্যাল ইনস্টিটিউট বাস্তবায়িত হলে শিক্ষার মান বাড়বে, দক্ষ জনশক্তি তৈরি হবে এবং বেকারত্ব কমবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

নওগাঁয় বিশ্বমানের দুইটি টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করা হবে: ফজলে হুদা বাবুল

আপডেট সময় : ০৮:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় দুইটি বিশ্বমানের টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দিয়েছেন মহাদেবপুর-বদলগাছী আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল। ১৫ নভেম্বর (শনিবার) বিকেলে মহাদেবপুর উপজেলা ডাকবাংলো অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হুদা বাবুল। তিনি বলেন, “বর্তমানে আমাদের অঞ্চলের শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক বিসিএস পরীক্ষার ফলাফলের উদাহরণ দিই, এখানে থেকে মাত্র তিনজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। শিক্ষার মান উন্নয়নে ও যোগ্য শিক্ষার্থী তৈরিতে এই নতুন টেকনিক্যাল ইনস্টিটিউটে দেশের উচ্চ মেধাসম্পন্ন শিক্ষকরা নামমাত্র বেতনে শিক্ষাদান করবেন।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করা হবে যাতে তারা শিক্ষাজীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কর্মসংস্থানের সুযোগ পায়। শুধু শিক্ষার মান বৃদ্ধি নয়, এই উদ্যোগ এলাকার বেকারত্ব কমাতে ও দক্ষ শ্রমিক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ফজলে হুদা বাবুল অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে কম যোগ্যতা সম্পন্ন ও কম মেধাসম্পন্ন শিক্ষকের নিয়োগের কারণে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকার জন্য প্রস্তুত করবে এবং তাদের চাকরি বা উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।”

শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতির উন্নয়নেও পরিকল্পনা রয়েছে। প্রার্থী উল্লেখ করেন, “বদলগাছীতে একটি আমের জুস ফ্যাক্টরি নির্মাণসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে আলোচনা চলছে। এর ফলে এলাকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

ফজলে হুদা বাবুল আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ নওগাঁ-৩ আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে মহাদেবপুর ও বদলগাছী থানায় মাদক, দূর্ণীতি ও অব্যবস্থাপনা নির্মূলের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সভায় উপজেলা কৃষক দলের সভাপতি মামুনুর রশীদ মামুন সভার সঞ্চালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার চারটি প্রেসক্লাবের সাংবাদিকগণ। এর আগে ফজলে হুদা বাবুল মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের সমস্যাসমূহ শোনেন।

নওগাঁর শিক্ষাব্যবস্থা ও স্থানীয় অর্থনীতি উন্নয়নের এই ঘোষণাকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। তারা আশাবাদী, নতুন টেকনিক্যাল ইনস্টিটিউট বাস্তবায়িত হলে শিক্ষার মান বাড়বে, দক্ষ জনশক্তি তৈরি হবে এবং বেকারত্ব কমবে।

এমআর/সবা