ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে রোববার বিকেলে রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ হয়েছে। এতে দুই মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি হয়।
গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করলে রাজবাড়ী-১ আসনের মনোনয়নবঞ্চিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রোববার বিকেল সাড়ে ৪টায় তারা গোয়ালন্দ মোড় দলীয় কার্যালয় থেকে মিছিল করে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। ক্ষুব্ধ নেতাকর্মীরা কাফনের কাপড় পরে স্লোগান দিতে থাকেন।
প্রাথমিকভাবে মনোনয়ন পান রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। কিন্তু মনোনয়নবঞ্চিত নেতারা কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসলাম মিয়াকে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছেন।
অবস্থানের ফলে মহাসড়কের উভয় দিকে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ কর্মসূচিতে রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলার ১২টি ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। নেতারা অভিযোগ করেন, প্রার্থী হিসেবে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি দীর্ঘদিন মাঠে ছিলেন না, অন্যদিকে আসলাম মিয়া দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে সক্রিয় ছিলেন। তারা দাবি করেন, মনোনয়ন বাতিল করে আসলাম মিয়াকে প্রার্থী হিসেবে অনুমোদন দিতে হবে, নতুবা আন্দোলন চালিয়ে যাবেন।
এমআর/সবা
























