খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে ইনস্টিটিউট প্রাঙ্গণে রবিবার বিকেলে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতে খায়রুল ইসলাম খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞোহ্লা মং, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার কবির, সহকারী কমিশনার নোমান ইবনে হাফিজ, গণমাধ্যমকর্মী হলাপ্রু মার্মাসহ ইনস্টিটিউটের কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক এ বি এম ইফতে খায়রুল ইসলাম খন্দকার ফুলের চারা রোপণের পর জানান, আজ তার শেষ কর্মদিবস খাগড়াছড়ি জেলা প্রশাসক হিসেবে।
এমআর/সবা
























