গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় সোমবার (১৭ নভেম্বর) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পিছন দিক দিয়ে ককটেল নিক্ষেপ করলে তিন পুলিশ সদস্য—আইরিন নাহার, আরিফ হোসেন ও নজরুল ইসলাম আহত হন। একই সময় উপজেলা পরিষদের সামনের রাস্তায়ও দুটি বিস্ফোরণ ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানায়, হামলাটি পূর্বপরিকল্পিত এবং থানার অরক্ষিত অংশ ব্যবহার করে হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়েছে। ঘটনার পর থানা ও উপজেলা এলাকায় নিরাপত্তা জোরদার, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও চিরুনি অভিযান শুরু হয়েছে।
তদন্তকারীরা মনে করছেন, দুই স্থানে একসঙ্গে বিস্ফোরণ ঘটানো বিভ্রান্তি সৃষ্টি করে মূল হামলা সহজ করার কৌশল হতে পারে। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে—অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
























