রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে আকস্মিক পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুল ইসলাম রনি। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে তিনি কলেজে উপস্থিত হয়ে শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত পরিবেশ ও শিক্ষার সামগ্রিক মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি কলেজের অধ্যক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। নাঈমুল ইসলাম রনি বলেন, শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নতি ছাড়া কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব নয়। আগামী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফল নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন মাদকমুক্ত পরিবেশে পড়াশোনা করতে পারে, সে লক্ষ্যে ছাত্রদল সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকো কুমার দে, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মাবুদ আলম রানা, কলেজ ছাত্রদলের সভাপতি মো. সুলতান এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পরিদর্শনের মাধ্যমে কলেজের শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
























