লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে মির্জারকোট ও মোমিনপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ তাদের আটক করেন।
প্রশাসন সূত্র জানায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘন করে খাস জমি থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—মোমিনপুর গ্রামের হামিদুল ইসলাম, মির্জারকোট গ্রামের ফিরোজ হাসান ও কালীগঞ্জের তুষভান্ডার গ্রামের গৌতম মণ্ডল। প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।” অভিযানে পাটগ্রাম থানা পুলিশের একটি টিম সহায়তা করেছে।
এমআর/সবা






















