০২:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল

জামালপুরের মেলান্দহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণজামায়েত ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে গণজামায়েত শেষে পৌরশহরে মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ বাজারের চার রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা রঞ্জু তালুকদার, আযম খান, রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা জনিসহ আরও অনেকে।

সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন যথাযথ হয়নি। যোগ্য প্রার্থীর অভাবে মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনে বিএনপি বিজয়ী হতে পারেনি। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।”

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে একেএম ইহসানুল হক মঞ্জুকে বিএনপির মনোনয়ন প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, এ আসনে বিএনপি মোস্তাফিজুর রহমান বাবুলকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে।
গণমিছিল শহীদ মিনারে ফিরে গিয়ে শেষ হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

জামালপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল

আপডেট সময় : ০৫:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

জামালপুরের মেলান্দহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণজামায়েত ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে গণজামায়েত শেষে পৌরশহরে মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ বাজারের চার রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা রঞ্জু তালুকদার, আযম খান, রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা জনিসহ আরও অনেকে।

সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন যথাযথ হয়নি। যোগ্য প্রার্থীর অভাবে মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনে বিএনপি বিজয়ী হতে পারেনি। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।”

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে একেএম ইহসানুল হক মঞ্জুকে বিএনপির মনোনয়ন প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, এ আসনে বিএনপি মোস্তাফিজুর রহমান বাবুলকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে।
গণমিছিল শহীদ মিনারে ফিরে গিয়ে শেষ হয়।

এমআর/সবা