চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এ আগুন লাগে। তবে আগুনের সময় গুদামে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৫ মিনিটে খবর পাওয়ার পর ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল সোয়া চারটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, ভবনের চতুর্থ তলায় কম্বলের গুদাম এবং তৃতীয় তলায় জুতার গুদাম ছিল। ভবনটিতে নিয়মিত প্রায় ১৫০ জন কর্মী কাজ করেন। আগুন লাগার সময় চতুর্থ তলায় কেউ ছিলেন না বলে জানিয়েছেন অন্য তলার কর্মীরা। দ্বিতীয় তলায় কর্মরত কয়েকজন জানান, ধোঁয়া দেখে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং সবাই নিরাপদে বের হতে সক্ষম হন।
স্থানীয় এক ভবন মালিক হাজী রফিক বলেন, আগুন সম্ভবত চতুর্থ তলার কম্বলের গুদাম থেকেই ছড়িয়েছে। আশপাশের ভবনগুলোতে মোটর পার্টস, এসি পার্টস, ইলেকট্রিক সামগ্রী, লুব্রিকেন্ট, প্লাস্টিক পাইপ, ছাতা, আচারের গুদামসহ বিভিন্ন আমদানিকারকের মূল্যবান পণ্য মজুদ রয়েছে—যা বড় ধরনের ক্ষতির শঙ্কা তৈরি করেছে।
এমআর/সবা
























