১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ভিজিডি কার্ডে টাকা নেওয়ার অভিযোগ

জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও ফুলকোঁচা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল হকের বিরুদ্ধে অতিদরিদ্রদের খাদ্য নিরাপত্তা কর্মসূচি (ভিজিডি) কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

ফুলকোঁচা ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ব্যক্তি অভিযোগ করে বলেন, জহুরুল হক ভিজিডি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে চার ও পাঁচ হাজার টাকা করে নেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি কার্ড দেননি, এমনকি নেওয়া টাকাও ফেরত দেননি। তারা বলেন, “দলীয় পদ-পদবী থাকা সত্ত্বেও আমাদের টাকা দিয়ে ভিজিডি কার্ড নিতে হচ্ছে—এটা অত্যন্ত দুঃখজনক।”

অভিযোগ বিষয়ে জহুরুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের কাজ আমি কখনই করতে পারি না। এসব অভিযোগ রফিক ডিলারের বিরুদ্ধে আসতে পারে, আমার নয়। আমি টাকা নিয়েছি—এটা প্রমাণ করা যাবে না, ইনশাল্লাহ।”

এ বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “আমার কাছে জহুরুলের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা অবশ্যই দলীয়ভাবে ব্যবস্থা নেব। কোনো অন্যায় বরদাস্ত করা হবে না।” তিনি অভিযোগকারীদের কাছে কোনো প্রমাণ থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ভিজিডি কার্ডে টাকা নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৫:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও ফুলকোঁচা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল হকের বিরুদ্ধে অতিদরিদ্রদের খাদ্য নিরাপত্তা কর্মসূচি (ভিজিডি) কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

ফুলকোঁচা ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ব্যক্তি অভিযোগ করে বলেন, জহুরুল হক ভিজিডি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে চার ও পাঁচ হাজার টাকা করে নেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি কার্ড দেননি, এমনকি নেওয়া টাকাও ফেরত দেননি। তারা বলেন, “দলীয় পদ-পদবী থাকা সত্ত্বেও আমাদের টাকা দিয়ে ভিজিডি কার্ড নিতে হচ্ছে—এটা অত্যন্ত দুঃখজনক।”

অভিযোগ বিষয়ে জহুরুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের কাজ আমি কখনই করতে পারি না। এসব অভিযোগ রফিক ডিলারের বিরুদ্ধে আসতে পারে, আমার নয়। আমি টাকা নিয়েছি—এটা প্রমাণ করা যাবে না, ইনশাল্লাহ।”

এ বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “আমার কাছে জহুরুলের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা অবশ্যই দলীয়ভাবে ব্যবস্থা নেব। কোনো অন্যায় বরদাস্ত করা হবে না।” তিনি অভিযোগকারীদের কাছে কোনো প্রমাণ থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

এমআর/সবা