০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে চাঁদা না পেয়ে কারখানায় হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ, আটক ৫

জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় চাঁদার দাবিতে দেশীয় অস্ত্রধারী একদল দুষ্কৃতিকারীর ফাঁকা গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে ৫ দুষ্কৃতিকারীকে আটক করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—জান্নাতুল হুমায়রা জেমি (২২), মো. মাসুম (২৫), মোহাম্মদ সানি (২৬), লিখন আহমেদ সাকিব (২৭) ও মোশারফ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে জেমি ও ইয়াবা ব্যবসায়ী সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী এই দল কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। গুলি ও বিস্ফোরণের শব্দে গ্রামবাসীরা এগিয়ে আসলে দুষ্কৃতিকারীদের ধাওয়া করে, যার ফলে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ পরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

গ্রীন বায়োটেকনোলজির ম্যানেজার নজরুল ইসলাম জানান, পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা রড, হকিস্টিক, পেট্রলবোমা ও ককটেল ব্যবহার করে কারখানায় ভাঙচুর চালায়। তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানটি মেলান্দহ ও জামালপুরের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সন্ত্রাসী কার্যকলাপের কারণে প্রতিষ্ঠানটি ধ্বংসের হুমকির মুখে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। আটকের সময় দুষ্কৃতিকারীরা পুলিশের বাধা সৃষ্টি করেছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

জামালপুরে চাঁদা না পেয়ে কারখানায় হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ, আটক ৫

আপডেট সময় : ০৬:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় চাঁদার দাবিতে দেশীয় অস্ত্রধারী একদল দুষ্কৃতিকারীর ফাঁকা গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে ৫ দুষ্কৃতিকারীকে আটক করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—জান্নাতুল হুমায়রা জেমি (২২), মো. মাসুম (২৫), মোহাম্মদ সানি (২৬), লিখন আহমেদ সাকিব (২৭) ও মোশারফ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে জেমি ও ইয়াবা ব্যবসায়ী সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী এই দল কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। গুলি ও বিস্ফোরণের শব্দে গ্রামবাসীরা এগিয়ে আসলে দুষ্কৃতিকারীদের ধাওয়া করে, যার ফলে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ পরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

গ্রীন বায়োটেকনোলজির ম্যানেজার নজরুল ইসলাম জানান, পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা রড, হকিস্টিক, পেট্রলবোমা ও ককটেল ব্যবহার করে কারখানায় ভাঙচুর চালায়। তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানটি মেলান্দহ ও জামালপুরের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সন্ত্রাসী কার্যকলাপের কারণে প্রতিষ্ঠানটি ধ্বংসের হুমকির মুখে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। আটকের সময় দুষ্কৃতিকারীরা পুলিশের বাধা সৃষ্টি করেছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমআর/সবা