০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
গৃহকর্ত্রী গুরুতর আহত

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, অর্ধ কোটি টাকার মালামাল লুট

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে গভীর রাতে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতিতে অর্ধ কোটি টাকার মালামাল লুট হয়েছে। ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন গৃহকর্ত্রী আকলিমা বেগম।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে গ্রামের বাসিন্দা মো. মাইনুদ্দিন (৪৮) এর বাড়িতে অজ্ঞাত ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘরের প্রধান দরজা খুলে প্রায় ১০-১২ সদস্যের দলটি ঘরে ঢোকে।

ডাকাতরা ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, একটি আইফোন এবং সিসিটিভির ডিভিআর লুট করে নেয়। এক পর্যায়ে ডাকাতদের দেখে গৃহকর্ত্রী আকলিমা বেগম (৩৮) চিৎকার করলে ডাকাতরা তাকে রড ও রেঞ্জ দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে গেছেন। ঘটনাটি তদন্ত করে ডাকাতদের শনাক্ত ও আটক করতে পুলিশের প্রচেষ্টা চলছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

রেলের নারী কর্মীকে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, পরে চাকরি থেকে অপসারণ ও হুমকির অভিযোগ

গৃহকর্ত্রী গুরুতর আহত

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, অর্ধ কোটি টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৫:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে গভীর রাতে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতিতে অর্ধ কোটি টাকার মালামাল লুট হয়েছে। ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন গৃহকর্ত্রী আকলিমা বেগম।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে গ্রামের বাসিন্দা মো. মাইনুদ্দিন (৪৮) এর বাড়িতে অজ্ঞাত ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘরের প্রধান দরজা খুলে প্রায় ১০-১২ সদস্যের দলটি ঘরে ঢোকে।

ডাকাতরা ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, একটি আইফোন এবং সিসিটিভির ডিভিআর লুট করে নেয়। এক পর্যায়ে ডাকাতদের দেখে গৃহকর্ত্রী আকলিমা বেগম (৩৮) চিৎকার করলে ডাকাতরা তাকে রড ও রেঞ্জ দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে গেছেন। ঘটনাটি তদন্ত করে ডাকাতদের শনাক্ত ও আটক করতে পুলিশের প্রচেষ্টা চলছে।

এমআর/সবা