১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভাইস প্রেসিডেন্ট আবু সাদিক কায়েম খাগড়াছড়িতে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা পেয়েছেন। বুধবার বিকেলে আরামবাগ খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে হাজারো ছাত্র ও শিক্ষার্থীর উপস্থিতিতে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ভিপি আবু সাদিক কায়েম বলেন, “পাহাড়ে যারা চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙ্গালি জাতিসহ সম্প্রীতি বজায় রেখে কাজ করবে, তাদের পাশে থাকবো আমরা। দূর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। ফ্যাসিস্ট সরকারের মতো যেভাবে প্রতিহত করেছি, সেরকম কেউ এদেশে ভয় দেখাতে পারবে না।”

তিনি তার মাদ্রাসা জীবনের স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরী, উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল সংসদের সহ-সাধারণ সম্পাদক উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান, জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে মোটরসাইকেল বহরে ভিপি কায়েম চট্টগ্রাম হয়ে মানিকছড়ি, জালিয়াপাড়া, গুইমারা ও মাটিরাঙ্গা পর্যন্ত পথসভা ও শুভেচ্ছা বক্তব্য দেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

খাগড়াছড়িতে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে সংবর্ধনা

আপডেট সময় : ০৬:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভাইস প্রেসিডেন্ট আবু সাদিক কায়েম খাগড়াছড়িতে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা পেয়েছেন। বুধবার বিকেলে আরামবাগ খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে হাজারো ছাত্র ও শিক্ষার্থীর উপস্থিতিতে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ভিপি আবু সাদিক কায়েম বলেন, “পাহাড়ে যারা চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙ্গালি জাতিসহ সম্প্রীতি বজায় রেখে কাজ করবে, তাদের পাশে থাকবো আমরা। দূর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। ফ্যাসিস্ট সরকারের মতো যেভাবে প্রতিহত করেছি, সেরকম কেউ এদেশে ভয় দেখাতে পারবে না।”

তিনি তার মাদ্রাসা জীবনের স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরী, উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল সংসদের সহ-সাধারণ সম্পাদক উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান, জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে মোটরসাইকেল বহরে ভিপি কায়েম চট্টগ্রাম হয়ে মানিকছড়ি, জালিয়াপাড়া, গুইমারা ও মাটিরাঙ্গা পর্যন্ত পথসভা ও শুভেচ্ছা বক্তব্য দেন।

এমআর/সবা